২৯ জুন, ২০১৭ ১০:৪৬

গাবতলী পশুরহাটে ভয়াবহ আগুন, ১৩ গরুর মৃত্যু

অনলাইন ডেস্ক

গাবতলী পশুরহাটে ভয়াবহ আগুন, ১৩ গরুর মৃত্যু

সংগৃহীত ছবি

রাজধানীর গাবতলী পশুর হাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৩টি গরু, দু'টি ভেড়া ও দু'টি ছাগল মারা গেছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সাড়ে ১০টার দিকে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  

প্রাথমিকভাবে কি কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা স্পষ্ট হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে সিগারেট বা কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ৭টি গরু মারা গেছে হোসেন ব্যাপারীর। তিনি বলেন, হাটে তার ৪৯টির গরুর মধ্যে ৭টি গরু পুড়ে মারা গেছে। আহত অবস্থায় আরও ৬টি গরু জবাই করা হয়েছে। এছাড়া ২৫টি গরু পুড়ে আংশিক আহত হয়েছে।

অন্যদিকে, হেলাল নামের আরেক ব্যবসায়ীর ৬টি গরু পুড়ে মারা গেছে। একই সঙ্গে তার ক্ষতিগ্রস্ত হওয়ায় ৪টি গরু জবাই করা হয়েছে এবং গুরুতর আহত হয়েছে আরও ৪টি।

এছাড়া অন্য তিন ব্যবসায়ীর ২টি ছাগল ও ২টি ভেড়া পুড়ে মারা যাওয়াসহ ৭-৮টি গরু আহত হয়েছে।
 
মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র ফায়ার অফিসার আবু বকর জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েল বা সিগারেটের আগুন এ দুর্ঘটনা ঘটেছে। তবে অধিকতর তদন্ত ছাড়া স্পষ্ট বলা সম্ভব নয়।

বিডি-প্রতিদিন/২৯ জুন, ২০১৭/মাহবুব/হিমেল

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর