২০ জুলাই, ২০১৭ ১৬:৪৫

'ফাঁকা বুলি না দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ান'

অনলাইন ডেস্ক

'ফাঁকা বুলি না দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ান'

ফাইল ছবি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বন্যায় অসহায় মানুষদের সাহায্য করা নিয়ে বিভিন্ন মহল থেকে ফাঁকা আওয়াজ দেওয়া হয়েছে।বিএনপি নেত্রী বিদেশের মাটিতে পাড়ি জমিয়েছেন। আর উনার মহাসচিব ঢাকায় বসে বড় বড় কথা বলছেন। তারা জনগণের দুঃখ-কষ্ট নয়, নির্বাচন নিয়ে ব্যস্ত। ফাঁকা আওয়াজ না দিয়ে অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ান। আপনাদের সামর্থ্য না থাকলে আমাদের কাছ থেকে ত্রাণ নিয়ে যান।

বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, আমি জেলা প্রশাসকদের বলেছি, চাহিদা মতো প্রয়োজনীয় খাদ্যশস্য ও আর্থিক বরাদ্দ দেওয়া হবে। একটি লোকও যাতে খাবারের কারণে কষ্ট না পায় এটা আমাদের প্রধান লক্ষ্য। ত্রাণ বিতরণে যাতে কোনো ধরণের অনিয়ম, অব্যবস্থাপনা না হয় সে বিষয়ে সতর্ক থাকার জন্য আমরা জেলা প্রশাসনকে অনুরোধ করেছি। 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব শাহ কামাল ছাড়াও মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/২০ জুলাই, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর