২৩ জুলাই, ২০১৭ ১৪:৪৫

রাজশাহী শিক্ষাবোর্ডে পাসে মেয়েরা, জিপিএ-৫ এ ছেলেরা এগিয়ে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী শিক্ষাবোর্ডে পাসে মেয়েরা, জিপিএ-৫ এ ছেলেরা এগিয়ে

রাজশাহী শিক্ষাবোর্ডে এ বছর এইচএসসি পরীক্ষায় ছেলেদের চেয়ে মেয়েরা পাসের হারে এগিয়ে আছে। তবে জিপিএ-৫ এ মেয়েদের চেয়ে ছেলেরাই এগিয়ে। রাজশাহী শিক্ষাবোর্ডে এবার হাসের হার ৭১ দশমিক ৩০। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ২৯৪ জন।

এই শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় মোট শিক্ষার্থী ১ লাখ ২৪ হাজার ১৮২ জন। ছেলে শিক্ষার্থী অংশগ্রহণ করে ৬৭ হাজার ৬২ জন ও মেয়ে শিক্ষার্থী ৫৪ হাজার ৭৭৪ জন। 

রবিবার দুপুরে রাজশাহী শিক্ষাবোর্ডে ২০১৭ সালের অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফলাফল প্রকাশের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন, রাজশাহী শিক্ষাবোর্ডের সচিব আনারুল হক প্রামাণিক। এর মধ্যে ছেলে পাসের হার ৬৭ দশমিক ৪৬ ও মেয়ে শিক্ষার্থী পাসের হার ৭৬ দশমিক এক। আর জিপিএ-৫ এ ছেলেরা ২ হাজার ৯৩৯ জন ও মেয়ে শিক্ষার্থী ২ হাজার ৩৫৫ জন।

বিডি-প্রতিদিন/২৩ জুলাই, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর