২৩ জুলাই, ২০১৭ ১৬:৪৬

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার কমেছে

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার কমেছে

কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার কমেছে। এবার পাশের হার ৪৯ দশমিক ৫২। জিপিএ ৫ পেয়েছে ৬৭৮ জন। যা গত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন।

এ ব্যাপারে কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ জানান, এবার কুমিল্লা বোর্ডের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষীপুর জেলার ১ লাখ ৩শ’ ৭২জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৪৯ হাজার ৭শ’ ৪ জন। গতবার পাসের হার ছিল ৬৪ দশমিক ৪৯। এবারের পাসের হার গতবারের তুলনায় প্রায় ১৫ শতাংশ কমেছে।

তিনি আরো জানান, ইংরেজি বিষয়ে ফলাফল খারাপের কারণেএই বোর্ডের ফলাফল খারাপ হয়েছে। শতভাগ পাস করেছে ৭টি প্রতিষ্ঠান। শতভাগ ফেল করেছে ৩টি প্রতিষ্ঠান। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের বলেন, ইংরেজি বিষয়ের পরীক্ষা খারাপের সাথে সঠিক ভাবে পরীক্ষা নেয়ায় কুমিল্লা বোর্ডে পাশের হার কমেছে। 

বিডি-প্রতিদিন/২৩ জুলাই, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর