২৪ জুলাই, ২০১৭ ১৬:৫৩

'চট্টগ্রাম নয়, যেন সাগরে বাস করছি'

অনলাইন প্রতিবেদক

'চট্টগ্রাম নয়, যেন সাগরে বাস করছি'

গত কয়েকদিনের টানা বর্ষণ যেন চট্টগ্রামবাসীর জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। শনিবার থেকে শুরু হওয়া টানা বর্ষণে নগরীর অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে চরম বিপাকে পড়েছেন নগরবাসী। থমকে দাঁড়িয়েছে জনজীবন। বেশি বিপদে পড়েছেন সাধারণ মানুষ। আর পানিবন্দী মানুষের মধ্যে বিরাজ করছে চাপা ক্ষোভ। 

নগরীর আগ্রাবাদ এলাকায় সোমবার বিকেলে সরেজমিনে দেখতে গেলে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, নগরীতে বিভিন্ন উন্নয়নমূলক সংস্থা থাকলেও আমাদের দুর্ভোগ দেখার কেউ নেই। চট্টগ্রাম শহর নয়, এ যেন সাগরে বাস করছি।

নগরীর অধিকাংশ সড়কের পাশে সিটি কর্পোরেশনের ড্রেনসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার কাজ চলায় খোঁড়া গর্তে পানি জমে সড়কের সঙ্গে সমান হয়ে গেছে। এসব গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে। সড়কে বিরাজ করছে সীমাহীন যানজট। নিত্য যানজটের কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।

বিডি প্রতিদিন/২৪ জুলাই ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর