শিরোনাম
২৬ জুলাই, ২০১৭ ১৫:৫৩

স্বর্ণ চোরাচালান মামলায় আনসার সদস্য কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

স্বর্ণ চোরাচালান মামলায় আনসার সদস্য কারাগারে

স্বর্ণ চোরাচালান মামলায় শাহিন মিয়া নামের এক আনসার সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

বুধবার চট্টগ্রামের মহানগর দায়রা জজ মো. শাহে নূরের আদালত এ আদেশ দেন।

দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু বলেন, স্বর্ণ চোরাচালান মামলায় আসামি আনসার সদস্য শাহিন মিয়া আদালতে আত্মসমর্পণ জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জানা যায়, ২০১৩ সালের ১ জুলাই বিমানবন্দরের এক যাত্রীর লাগেজ থেকে ২৫টি স্বর্ণের বার পাওয়া যায়। অভিযোগ ওঠে, বিমানবন্দরের দায়িত্বরত সিভিল এভিয়েশনের সদস্যরা লাগেজ পার করে দেয়ার। এ ঘটনায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পতেঙ্গা থানায় মামলা দায়ের করে দুদক। চলতি বছরের ২ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় দুদক। অভিযোগপত্রে কাস্টমসের তৎকালিন সহকারি রাজস্ব কর্মকর্তা আনিসুর রহমানসহ সাত জনকে আসামি করা হয়। মামলাটি বর্তমানে অভিযোগ গঠনের অপেক্ষায় রয়েছে।

বিডি-প্রতিদিন/২৬ জুলাই, ২০১৭/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর