২৬ জুলাই, ২০১৭ ১৭:৪৮

ব্যাংকপাড়া পানির নিচে

অনলাইন ডেস্ক

ব্যাংকপাড়া পানির নিচে

ভারি বৃষ্টির কারণে রাজধানীতে কোথাও হাঁটুপানি, কোথাও কোমর ছাড়িয়েছে। রাজধানীর বুকে নৌকা চালানোর মতো অবস্থা। মনে হচ্ছে, মতিঝিল ব্যাংকপাড়া পানির নিচে। জলজটের সঙ্গে যানজটে ভোগান্তিতে পড়েছে মানুষ।

সামান্য বৃষ্টি হলে নগরবাসীর দুর্ভোগের সীমা থাকে না। এর মধ্যে চলছে টানা বর্ষণ। বৃষ্টিতে রাজধানীর ফুটপাতসহ অনেক এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

রাজধানীর মতিঝিল, পল্টন, দৈনিক বাংলা, কমলাপুরের রাস্ত কমপক্ষে তিন থেকে চার ফুট পানির নিচে তলিয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের ভিতরেই  জমে গেছে দুই ফুট পানি। এদিকে ফুটপাতসহ বেশির ভাগ এলাকা তলিয়ে যাওয়ায় অফিসগামী মানুষের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীরাও পড়েন বিপাকে।

রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে যাওয়ায় যানবাহনের গতি কমে সৃষ্টি হচ্ছে জট। বিভিন্ন এলাকায় উন্নয়ন কাজের জন্য বেহাল রাস্তায় ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে। এর মধ্যে গণপরিবহন কম থাকায় চরম আকার ধারণ করেছে মানুষের দুর্ভোগ।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর