২৭ জুলাই, ২০১৭ ১০:৩২

অতিবর্ষণে ময়লা পানি মিশে একাকার হাতিরঝিল

অনলাইন প্রতিবেদক

অতিবর্ষণে ময়লা পানি মিশে একাকার হাতিরঝিল

রাজধানীবাসীর কাছে হাতিরঝিল এখন বিনোদনের এক অনন্য নাম। এটি যেমন একদিকে রাজধানীর সৌন্দর্য্য বাড়িয়েছে, অন্যদিকে ইট-পাথরের নগরীতে মানুষের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করেছে। অথচ ত্রুটিপূর্ণ ড্রেনেজ সিস্টেমের কারণে এটিই এখন সৌন্দর্য্য হারাতে বসেছে। সাম্প্রতিক সময়ে অতিবর্ষণে ড্রেন থেকে ময়লা আর ময়লা পানি উপচে পড়ে হাতিরঝিলের পানিতে একাকার হয়ে যাচ্ছে। এতে ঝিলের পানি যেমন মারাত্মকভাবে দূষিত হচ্ছে, অন্যদিকে দুর্গন্ধে ভরে যাচ্ছে ঝিলের পাড়।

গত কয়েকদিনের ভারি বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। হাতিরঝিলের আশপাশের এলাকাও এর বাইরে নয়। ফলে জমে থাকা পানি বের হতে না পেরে উপচে গিয়ে হাতিরঝিলের পানিতে একাকার হয়ে যাচ্ছে। তাই বৃষ্টিতে হাতিরঝিলের পাশের বৃক্ষগুলোর মধ্যে নতুন প্রাণের সঞ্চার হলেও দুর্গন্ধে ভরে উঠছে ঝিলের পানি।

গতকাল বৃষ্টির মধ্যে ঝিলপাড়ে গিয়ে দেখা যায় ড্রেনের প্রতিটি ট্যাংক থেকেই ময়লা পানি উপচে পড়ছে। যা ঝিলের পানি সঙ্গে মিশে দুর্গন্ধ ছড়াচ্ছে।

বিডি-প্রতিদিন/২৭ জুলাই, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর