২৭ জুলাই, ২০১৭ ১৪:২৮

চেন্নাইয়ের পথে সিদ্দিকুর

অনলাইন ডেস্ক

চেন্নাইয়ের পথে সিদ্দিকুর

চোখের উন্নত চিকিৎসার জন্য সরকারি খরচে সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সিদ্দিকুর রহমান ভারতের চেন্নাইয়ে নিয়ে যাওয়া হচ্ছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিদ্দিকুরের চিকিৎসার আর্থিক খরচ বহনসহ সার্বিক দায়িত্ব সরকার নিয়েছে। সরকারের নির্দেশের পর সিদ্দিককে সুস্থ করতে সর্বোচ্চ চিকিৎসা  সেবা প্রদানের নির্দেশ দিলে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা এ ব্যবস্থা নেন। 

উল্লেখ্য, রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শাহবাগে অবস্থান নিয়েছিলেন সিদ্দিকুর। পুলিশের টিয়ার শেলের আঘাত লাগে তার দুই চোখে। 

একটি ভিডিও ফুটেজে দেখা যায়, পুলিশের একজন সদস্য দৌড়ে এসে খুব কাছ থেকে শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ার শেল ছুড়ছে। তারপরই মাটিতে লুটিয়ে পড়েন সিদ্দিকুর। পরে অজ্ঞাতনামা ১২০০ শিক্ষার্থীকে আসামি করে শাহবাগ থানায় মামলা করে পুলিশ।


বিডি প্রতিদিন/২৭ জুলাই, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর