২৭ জুলাই, ২০১৭ ২১:৫৪

ভারতীয় যুদ্ধজাহাজ ‘রানভীর’র চট্টগ্রাম ত্যাগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ভারতীয় যুদ্ধজাহাজ ‘রানভীর’র চট্টগ্রাম ত্যাগ

ফাইল ছবি

ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস রানভীর চারদিনের শুভেচ্ছা সফর শেষে চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে। চট্টগ্রাম ত্যাগকালে চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এসএম মনিরুজ্জামান আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

বৃহস্পতিবার সকালে জাহাজটি বন্দর ত্যাগ করে। এর আগে গত ২৪ জুলাই চার দিনের শুভেচ্ছা সফরে আসে জাহাজটি।

বাংলাদেশে অবস্থানকালে সফররত জাহাজটির অধিনায়ক ক্যাপ্টেন রাজিব অশোক, কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, কমান্ডার বিএন ফ্লিট, কমান্ডার সাবমেরিন, কমডোর সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড (সিএসডি) এবং কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া সফরকারী জাহাজের কর্মকর্তা ও নাবিকরা নৌবাহিনীর জাহাজ-ঘাঁটি ও স্থাপনাসহ চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক পর্যটন এলাকা পরিদর্শন করেন।


বিডি-প্রতিদিন/ ২৭ জুলাই, ২০১৭/ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর