২৮ জুলাই, ২০১৭ ১৭:০৬

চট্টগ্রামে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

চট্টগ্রামে পৃথক ঘটনায় শিশু ও বৃদ্ধের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাটহাজারীর দক্ষিণ বুড়িশ্চর এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ নিশান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়। অন্যদিকে, অ্যাডভোকেট রফিকুল ইসলাম প্রতিদিনের ন্যায় মর্নিং ওয়াকে বের হয়ে সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে বাড়ি ফিরেন।

জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় মাল্টিপ্লাগে চার্জার ঢোকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় নিশান। পরে রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, শুক্রবার সকালে নগরীর হালিশহর এলাকায় মর্নিং ওয়াকে বের হয়ে সত্তরোর্ধ্ব অ্যাড. রফিকুল ইসলাম লাশ হয়ে বাড়ি ফিরছিলেন। সড়কে হাঁটার সময় প্রাণঘাতি ট্রাক তার জীবন কেড়ে নেয়।  

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার পরিবারের বরাত দিয়ে জানান, সকালে মর্নিং ওয়াকে সড়কের পাশ দিয়ে হাঁটার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক রফিকুল ইসলামকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অ্যাডভোকেট রফিকুল ইসলাম হালিশহরের কে-ব্লকের এক নম্বর সড়কের চার নম্বর লেনের বাসিন্দা।

বিডি প্রতিদিন/২৮ জুলাই ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর