শিরোনাম
২৮ জুলাই, ২০১৭ ১৮:২২

শাহজালালে ৩৬০ কার্টন বিদেশি সিগারেট জব্দ

অনলাইন ডেস্ক

শাহজালালে ৩৬০ কার্টন বিদেশি সিগারেট জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৩৬০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। শুক্রবার বিকেলে শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তা এসব সিগারেট জব্দ করে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রামের হাটহাজারি এলাকার মোহাম্মদ খোরশেদুল আলম দুবাই থেকে মুম্বাই হয়ে জেট এয়ারওয়েজের নাইনডাব্লিউ- ০২৭৬ ফ্লাইটে দুপুরে শাহজালাল বিমানবন্দরে পৌঁছেন। 

গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে নজরদারি বজায় রাখে। যাত্রী ৬নং ব্যাগেজ বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেলের স্ক্যানিং ফাঁকি দিয়ে অতিক্রম করে চলে যাওয়ার সময় তার গতিরোধ করা হয় এবং পরবর্তীতে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার তিনটি লাগেজ খুলে ৩৬০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়।

জব্দকৃত সিগারেট ইউএস-এর ৩০৩ ব্র্যান্ডের। এছাড়া আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতীত বিদেশি সিগারেট আমদানি করা যায় না লেখা রয়েছে। জব্দ করা সিগারেটের শুল্ক করসহ মূল্য প্রায় ২২ লাখ টাকা। 

বিডি প্রতিদিন/২৮ জুলাই ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর