১৭ আগস্ট, ২০১৭ ২০:৫১

১৫ আগস্ট হামলা পরিকল্পনার প্রতিবাদে ছাত্রলীগের কালো পতাকা মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

১৫ আগস্ট হামলা পরিকল্পনার প্রতিবাদে ছাত্রলীগের কালো পতাকা মিছিল

১৫ আগস্ট শোক দিবসের অনুষ্ঠানে বোমা হামলা পরিকল্পনা এবং বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সংঘটিত সিরিজ বোমা হামলার নিন্দা জানিয়ে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) মধুর ক্যান্টিন থেকে কালো পাতাকা হাতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। সেটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, ঢাবি ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাকিব হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক খায়ের উদ্দিন, স্কুল বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি বায়েজিদ আহমেদ খান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ তার বক্তব্যে বলেন, খালেদা-তারেকের নির্দেশে শোক দিবসকে নষ্ট করার উদ্দেশ্যে সারাদেশে এ সিরিজ বোমা হামলা হয়েছিল। একাত্তর, পঁচাত্তরের প্রেতাত্মারা আবারও এ ধরণের জঘন্য ঘটনা ঘটানোর পায়তারা করছে। তার সর্বশেষ উদাহরণ ধানমন্ডি ৩২-এর পাশে জঙ্গির আত্মঘাতি ঘটনা। গভীর ষড়যন্ত্র হচ্ছে, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে এ ষড়যন্ত্রের মোকাবেলা করবে ছাত্রলীগ। এ সময় তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, আগস্ট এলেই তৎপর হয়ে ওঠে আওয়ামী বিরোধীরা। বঙ্গবন্ধুকে হত্যার পর থেকেই তারা এ মাসকে বেছে নিয়েছে তার পরিবারকে নিঃশেষ করার জন্য। ছাত্রলীগ এ মহলকে রুখে দেওয়ার জন্য মাঠে আছে। এ সময় তিনি সারাদেশের ছাত্রলীগ কর্মীদের বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।
ঢাবি সভাপতি আবিদ আল হাসান, এক এগারোর সময় নেত্রীর মুক্তির দাবিতে সবার আগে মাঠে নেমেছিল এই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। ঢাবি ছাত্রলীগ সব সময় অগ্রণী ভূমিকা পালন করে।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর