১৮ আগস্ট, ২০১৭ ২১:০১

চট্টগ্রামে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার সকাল আটটায় অগ্রিম টিকেট বিক্রির কার্যক্রম শুরু হয়। প্রথমদিনে ২৭ আগস্টের টিকেট বিক্রি করা হয়। তবে প্রথমদিনে যাত্রীদের উপস্থিতি কম ছিল। ২৭ আগস্ট অফিস-আদালত খোলা থাকায় এদিনের টিকেটের চাহিদা কম। ২৯, ৩০ ও ৩১ আগস্টের টিকেটের জন্য যাত্রীদের চাপ বাড়বে বলে জানা যায়।

রেলওয়ে সূত্রে জানা যায়, ১৮ আগস্ট দেওয়া হচ্ছে ২৭ আগস্টের টিকিট, ১৯ আগস্ট দেওয়া হবে ২৮ আগস্টের টিকিট, ২০ আগস্ট দেওয়া হবে ২৯ আগস্টের টিকিট, ২১ আগস্ট দেওয়া হবে ৩০ আগস্টের টিকিট এবং ২২ আগস্ট দেওয়া হবে ৩১ আগস্টের টিকিট। ফিরতি টিকিট বিক্রি হবে ২৫ থেকে ২৯ আগস্ট পর্যন্ত।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘গতকাল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। প্রথমদিনে টিকেটের চাহিদা কম থাকলেও পরবর্তীগুলোর চাহিদা বেশি থাকবে। প্রথমদিনের ৬৯৫৪ টিকেট বরাদ্দ ছিল। প্রথম আধাঘণ্টা কিছু টিকেট বিক্রি হয়েছে। সব যাত্রীই টিকেট পেয়েছেন।’

চট্টগ্রামের ট্রেনের সময় সূচি-

সুবর্ণ এক্সপ্রেস প্রতিদিন সকাল সাতটায়, মহানগর গোধূলী বিকেল ৩টায়, চট্টলা এক্সপ্রেস সকাল সোয়া ৮টায়, মহানগর এক্সপ্রেস বেলা সাড়ে ১২টায়, সোনার বাংলা বিকেল ৫টায় এবং তূর্ণা এক্সপ্রেস রাত ১১টায় ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাবে। 

তাছাড়া পাহাড়িকা সকাল সোয়া ৯টায়, উদয়ন এক্সপ্রেস রাত ৯টা ৪৫ মিনিটে সিলেটের উদ্দেশ্যে, মেঘনা এক্সপ্রেস বিকেল সোয়া পাঁচটায় চাঁদপুরের উদ্দেশ্যে এবং বিজয় এক্সপ্রেস সকাল ৭টা ২০ মিনিটে ময়মনসিংহের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যাবে। 

কর্ণফুলী এক্সপ্রেস সকাল ১০টায় ও ঢাকা মেইল এক্সপ্রেস রাত সাড়ে ১০টায় ঢাকার উদ্দেশ্যে, সাগরিকা এক্সপ্রেস সকাল সাড়ে ৭টায় চাঁদপুরের উদ্দেশ্যে ময়মনসিংহ এক্সপ্রেস বিকেল সাড়ে ৩টায় বাহাদুরাবাদ’র উদ্দেশ্যে ও জালালাবাদ এক্সপ্রেস রাত সাড়ে ৯টায় সিলেটের উদ্দেশ্যে চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাবে।

 


বিডি প্রতিদিন / ১৭ আগস্ট, ২০১৭ / তাফসীর‌

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর