১৯ আগস্ট, ২০১৭ ১৩:৫৭

মাদক ও জঙ্গিবাদ দমনে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ আইজিপির

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

মাদক ও জঙ্গিবাদ দমনে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ আইজিপির

ফাইল ছবি

জঙ্গিবাদ ও মাদকের প্রভাব বিস্তার রোধে পুলিশ সদস্যদের কঠোর নজরদারি রাখার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। পুলিশকে শতভাগ নিরপেক্ষতা বজায় রেখে যেকোনো ধরণের প্রভাব থেকে নিজেদের দূরে রাখার পরামর্শও দেন তিনি। শনিবার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীতে ৩৫তম বহিরাগত ক্যাডেট (সাব-ইন্সপেক্টর) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পুলিশ বাহিনীতে ভালো কাজের জন্য রয়েছে পদোন্নতি, তেমনি খারাপ কাজের জন্য রয়েছে কঠোর শাস্তি। সেইদিক লক্ষ্য রেখে সামনের দিনে ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। 

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ একাডেমীর প্রিন্সিপাল নাজিবুর রহমান, ভাইস প্রিন্সিপাল আবদুল্লাহ আল মাহমুদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন, অতিরিক্ত ডিআইজি নিশারুল আরিফ, রাজশাহী পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিডি-প্রতিদিন/১৯ আগস্ট, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর