১৯ আগস্ট, ২০১৭ ২০:২৩

করদাতাদের তথ্য দিয়ে সহায়তা করতে চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

করদাতাদের তথ্য দিয়ে সহায়তা করতে চায় পুলিশ

দেশের প্রত্যন্ত অঞ্চলের করদাতাদের তথ্য দিয়ে সহায়তা করতে চায় চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। আজ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত ‘নতুন আয়কর আইন: জনপ্রত্যাশা’ শীর্ষক সভায় এ প্রস্তাব দেয় সিএমপি কমিশনার ইকবাল বাহার।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত সভায় সিএমপি কমিশনার বলেন, ‘দেশের প্রত্যন্ত অঞ্চলে পুলিশের রয়েছে বিচরণ রয়েছে। তাই দেশের প্রান্তে অঞ্চলের আয়কর দাতাদের তথ্য পুলিশ দিতে পারে। যাদের আয়কর দেয়ার সামর্থ আছে তাদের বিষয়ে তথ্য দিতে পারে পুলিশ।’

যদিও সভায় পুলিশ কমিশনারের এ প্রস্তাব প্রত্যাখান করেছেন করদাতারা। তারা বলেন, এতে করে করদাতাদের ভোগান্তি আরও বাড়াবে। আস্থার সংকটের কারণে বাড়িতে পুলিশ গেলে করদাতাদের ভীতি আরও বাড়বে। এক্ষেত্রে কর আদায় না হয়ে উল্টো যন্ত্রণায় পড়তে পারেন করদাতারা।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক) ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো.আব্দুর রউফ, কবি ও সাংবাদিক আবুল মোমেন, ইউএসটিসি’র উপাচার্য অধ্যাপক প্রভাত চন্দ্র বড়ুয়া, চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া, শিক্ষাবিদ অধ্যাপক ড. সেলিম উদ্দিন, অধ্যাপক মঞ্জুর মোর্শেদ খান, অধ্যাপক সৈয়দ আহসানুল আলম, বাংলাদেশ ব্যাংকের নির্বাহি পরিচালক হুমায়ুন কবির, মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি মাহবুব চৌধুরী প্রমুখ।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর