২০ আগস্ট, ২০১৭ ০১:৩১

চট্টগ্রামে বাসের ধাক্কায় ৫ অটোরিকশা যাত্রী নিহত

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে বাসের ধাক্কায় ৫ অটোরিকশা যাত্রী নিহত

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতুর দক্ষিণ প্রান্তের টোল প্লাজার সামনে বাসের ধাক্কায় ৫ অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন।

জানা গেছে, শনিবার দিবাগত রাত ১২ টার দিকে দ্রুতগামী একটি বাস একটি সিএনজি অটোরিকশাকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার ( বন্দর) আরেফিন জুয়েল জানান, দুর্ঘটনায় নারী ও শিশুসহ সিএনজি অটোরিকশার চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। অটোরিকশা চালক হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন।

ঘটনাস্থলে থাকা কর্ণফুলী থানার উপপরিদর্শক(এসআই) জাবেদুল ইসলাম জানান, মইজ্যারটেক গোলচত্বর পার হয়ে অটোরিকশাটি টোল দেয়ার জন্য দাঁড়িয়েছিল। সামনে ছিল একটি ট্রাক। এ সময় দ্রুতগামী একটি লোকাল বাস এসে অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। বাসটি অটোরিকশার উপর উঠে যায়।

নিহতদের মধ্যে চারজন যাত্রী। এদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী এবং দুজন শিশু রয়েছে। পরিচয় জানতে না পারলেও এরা একই পরিবারের বলে ধারণা এসআই জাবেদের। চালকও মারা গেছে বলে জানান তিনি।

তিনি বলেন, সেজন্য অটোরিকশাটি কোন জায়গা থেকে এসেছিল সেটাও জানতে পারিনি। কারও পরিচয় এখনো আমরা নিশ্চিত হতে পারিনি। দুর্ঘটনার পর বাস ফেলে চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানান এসআই জাবেদ।


বিডি প্রতিদিন/ ২০ আগস্ট, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর