২০ আগস্ট, ২০১৭ ১৩:৩২
অরফানেজ ট্রাস্ট মামলা

আদালত পরিবর্তনে খালেদার আবেদন নিষ্পত্তি

অনলাইন ডেস্ক

আদালত পরিবর্তনে খালেদার আবেদন নিষ্পত্তি

ফাইল ছবি

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারিক আদালত পরিবর্তন চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আবেদন নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট।

আজ রবিবার বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ পর্যবেক্ষণসহ আবেদনটি নিষ্পত্তির আদেশ দেন।

দুদকের আইনজীবী খুরশিদ আলম বলেন, আদালত পরিবর্তনের আবেদন নিষ্পত্তি করে দেয়ায় বিচারিক আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিচারকাজ চলত বাধা রইলো না।

খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী বলেছেন, হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল করবেন তারা।

গত ৬ আগস্ট জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আদালত পরিবর্তন চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আবেদন করেন। ঢাকা বিশেষ জজ আদালত ৫ এ বর্তমানে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিচারকাজ চলছে। এর আগেও খালেদা জিয়ার আবেদনে এই মামলায় আদালত পরিবর্তন করে দিয়েছিলেন হাইকোর্ট।

জিয়া অরফানেজ ট্রাস্টে অনিয়মের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রাজধানীর রমনা থানায় মামলাটি করে দুদক। এতিমদের সহায়তার জন্য একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় ওই মামলায়।

বিডি প্রতিদিন/২০ আগস্ট, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর