২০ আগস্ট, ২০১৭ ১৭:০৯

চট্টগ্রামে অগ্রিম টিকেটে সাড়া নেই যাত্রীদের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে অগ্রিম টিকেটে সাড়া নেই যাত্রীদের

ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ট্রেনের অগ্রিম টিকেট বিক্রিতে সাড়া নেই যাত্রীদের মধ্যে। রবিবার অগ্রিম টিকেট বিক্রির তৃতীয় দিনে অবিক্রিত থেকে যায় বিপুল টিকেট। এতে হতাশ রেল কর্মকর্তারা।

চট্টগ্রাম স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, রবিবার সকাল ৮টা থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়। তৃতীয় দিন দু'টি স্পেশাল ট্রেনের জন্য বরাদ্ধ ছিল ৮ হাজার ৬৩৯টি টিকেট। কিন্তু টিকেট বিক্রি শুরু হওয়ার একঘণ্টা পরই ফাঁকা হয়ে যায় কাউন্টার। এখনো পর্যন্ত পর্যাপ্ত টিকেট কাউন্টারে রয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু করে রেলওয়ে। ১৮ আগস্ট অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়। প্রথম দিন বিক্রি হয় ২৭ আগস্টের টিকেট। ১৯ আগস্ট ২৮ এবং ২০ আগস্ট দেয়া হচ্ছে ২৯ আগস্টের টিকেট।  ২১ ও ২২ তারিখ দেয়া হবে ৩০ ও ৩১ আগস্টের টিকেট।  ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৫ আগস্ট।  

বিডি-প্রতিদিন/২০ আগস্ট, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর