২০ আগস্ট, ২০১৭ ২০:২৬

মানুষ হত্যার রাজনীতিকে 'না' বলুন: চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

মানুষ হত্যার রাজনীতিকে 'না' বলুন: চসিক মেয়র

ফাইল ছবি

চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র(চসিক) ও নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেছেন, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে মানুষ হত্যার রাজনীতিকে 'না' বলতে হবে। গণতন্ত্র  মানবাধিকার সমুন্নত রাখতে হবে। জাতির জনককে সপরিবারে হত্যার মধ্য দিয়ে মানবতাকে ভূলুণ্ঠিত করে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চেয়েছিল ষড়যন্ত্রকারীরা। কিন্তু তারা সফল হয়নি। জীবিত মুজিবের চেয়ে মৃত মুজিব অনেক বেশি শক্তিশালী। 

রবিবার খুলশী ক্লাবে মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি নিয়াজ মোর্শেদ এলিটের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। এসময় বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, সংগঠনের সাধারন সম্পাদক আবুল বশর, সহসভাপতি রফিক উদ্দিন বাবুল, অধ্যক্ষ জয়নাল আবেদিন বেলাল, অ্যাডভোকেট এম এ কাসেম,অ্যাডভোকেট মোস্তফা আনোয়ার, মাহফুজুল্লাহ চৌধুরী সুমন, ইলিয়াস খান আইয়ুব, অধ্যক্ষ কে এম মুছা, মনির হোসেন, সৈয়দ মো.শাহ এরফান, ডা. দীপক সরকার, জাহাঙ্গীর আলম, শাহজাদা এনাম, ইসকান্দর মাস্টার, মো. হাসান প্রমুখ।

বিডি প্রতিদিন/ ২০ আগস্ট, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর