২৩ আগস্ট, ২০১৭ ১৭:৪২

তৈমুর আলম খন্দকারের চুরির মামলার কার্যক্রম স্থগিত

অনলাইন ডেস্ক

তৈমুর আলম খন্দকারের চুরির মামলার কার্যক্রম স্থগিত

বাংলাদেশ বধির সংস্থার চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে করা চুরির মামলার কার্যক্রম ছয়মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে ছয় সপ্তাহের মধ্যে রাষ্ট্র, ঢাকার জেলা প্রশাসক ও মামলাকারী ভাড়াটিয়া প্রতিষ্ঠান আবেদিন অ্যান্ড কোম্পানিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ বুধবার রুলসহ স্থগিতাদেশ দেন।
 
রুলে ওই মামলার কার্যক্রম কেন বাতিল ঘোষণা করা হবে না- তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
 
আদালতে আবেদনের পক্ষে রিটকারী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার নিজেই শুনানি করেন।
 
তিনি বলেন, ‘২০১৪ সালের ১০ সেপ্টেম্বর বাংলাদেশ বধির সংস্থার ভাড়াটিয়া হিসেবে আবেদিন অ্যান্ড কোম্পানিকে অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এর পরদিন আমার বিরুদ্ধে তারা পল্টন থানায় ১৪ লাখ টাকা চুরির মামলা করে’।
 
২০১৪ সালের ১৫ সেপ্টেম্বর মামলাটিতে আদালতে চার্জশিট দাখিল করা হয়। আদালত চার্জশিট গ্রহণের পর হাইকোর্টে রিট আবেদন করেন তৈমুর আলম খন্দকার।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর