Bangladesh Pratidin

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর, ২০১৭ ২০:৫৬ অনলাইন ভার্সন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ভর্তি পরীক্ষায় ভ্রাম্যমাণ আদালত
নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ভর্তি পরীক্ষায় ভ্রাম্যমাণ আদালত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনে সম্মান প্রথম বর্ষ সকল ইউনিটের ভর্তি পরীক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকটর অধ্যাপক ড: এ এম আমজাদের পত্রের প্রেক্ষিতে ঢাকা জেলা প্রশাসক একটি সার্বক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের ব্যাবস্থা গ্রহণ করেন।

ঢাকা জেলা প্রশাসন সুত্রে জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রগুলোতে দায়িত্ব পালনে করবেন।

বিগত কয়েক বছর যাবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ কর্তৃক পরিচালিত সরকারী বেসরকারি নিয়োগ পরীক্ষায় ভ্রাম্যমান আদালত পরিচালনার ফলে সন্তোষজনক ফল পাওয়ায় গেছে। নকল, প্রক্সি জালিয়াতি, এস এম এস, ডিজিটাল ডিভাইসের মাধ্যমে পরীক্ষায় জালিয়াতির বিরুদ্ধে তাতক্ষণিক শাস্তি প্রদানের কারণে অপরাধমমাত্রা হ্রাসকরণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সহায়তা করে থাকে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

আগামী ১৫; ১৬, ২২ সেপ্টেম্বর ও ১৩ ও ২০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় এর বিভিন্ন ইউনিটগুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow