১৯ সেপ্টেম্বর, ২০১৭ ১১:৫৮
কৃষিবিদ ইনস্টিটিউশনে দূর্গা পূজার মহালয়ায় শিল্পমন্ত্রী

'সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের স্থান এ দেশে নেই'

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

'সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের স্থান এ দেশে নেই'

জাতির জনক বঙ্গবন্ধু বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়েছেন। এ দেশে কোন সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদের স্থান নেই। প্রতিটি মানুষের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার রয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) প্রাঙ্গণে সনাতন সমাজ কল্যাণ সংঘ আয়োজিত দূর্গাপূজার মহালয়া অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু এসব কথা বলেন।

এ সময় সনাতন সমাজ কল্যাণ সংঘের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক স্বপন কুমার মজুমদারসহ মহালয়া অনুষ্ঠানে আগত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

সকাল সাড়ে ৫টায় পুরোহিতের মন্ত্র পাঠের মধ্য দিয়ে মহালয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে অসুর কর্তৃক দেবালয় হতে দেবতাদের বিতাড়ন ও দেবী দূর্গার মহাশক্তির আবির্ভাবে অসুরদের বিনাশ সম্পর্কিত অনুষ্ঠান মঞ্চস্থ হয়। পরে শুরু হয় চণ্ডীপাঠ। ভোরে মন্দিরে মন্দিরে ঘট স্থাপন, বিশেষ পূজা সাথে শঙ্খ ধ্বনি ও চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দূর্গাকে মহালয়ার মাধ্যমে এ মর্ত্যলোকে আমন্ত্রণ জানানো হয়। ২৬ সেপ্টেম্বর ষষ্ঠীর মধ্য দিয়ে দিয়ে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের পাঁচদিন ব্যাপী প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা।

বিডি প্রতিদিন/১৯ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর