১৯ সেপ্টেম্বর, ২০১৭ ১৫:২৩

১৩তম শিক্ষক নিবন্ধনের গেজেট বাস্তবায়নের দাবিতে বরিশালে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

১৩তম শিক্ষক নিবন্ধনের গেজেট বাস্তবায়নের দাবিতে বরিশালে মানববন্ধন

১৩তম বেসরকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষার পরিপত্র ও গেজেট বাস্তবায়নের মাধ্যমে দ্রুত নিয়োগদানের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রেরণ করেন শিক্ষক নেতৃবৃন্দ। 

মঙ্গলবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে ‘১৩তম বেসরকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন আকন। বক্তব্য রাখেন মো. বায়জিদুর রহমান, শফিকুল ইসলাম, নাসরিম জাহান মনি, আবুল কালাম মোহাব্বত প্রমুখ। 

বক্তারা সরকারের পরিপত্র ও গেজেট বাস্তবায়নে ১৩তম বেসরকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের দ্রুত একক নিয়োগসহ ৪ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। 

মানববন্ধন শেষে শিক্ষক নেতৃবৃন্দ বরিশালের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবি সংবলিত একটি স্মারকলিপি দেন। 


বিডি প্রতিদিন/১৯ সেপ্টেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর