১৯ সেপ্টেম্বর, ২০১৭ ১৫:২৮

মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে এবং বাংলাদেশে পালিয়ে আসা শরণার্থীদের ফেরত নেয়ার দাবিতে বরিশালে মানববন্ধন করেছে গণনাট্য সংস্থা নামে একটি সাংস্কৃতিক সংস্থা। মঙ্গলবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক শাহ্ আজিজুর রহমান খোকন। 

বক্তব্য রাখেন ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক মন্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, কমরেড নিমাই মন্ডল, গণনাট্য সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আলম মাজাহার প্রমুখ। 

বক্তারা মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে জাতিসংঘের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। একই সাথে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফেরত নেওয়ার দাবি জানান বক্তারা। 


বিডি প্রতিদিন/১৯ সেপ্টেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর