২১ সেপ্টেম্বর, ২০১৭ ১৪:২৭

শাহজালালে রং ফর্সাকারি ক্ষতিকর ইনজেকশন জব্দ

অনলাইন ডেস্ক

শাহজালালে রং ফর্সাকারি ক্ষতিকর ইনজেকশন জব্দ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিয়ন্ত্রিত গায়ের রং ফর্সাকারি ইনজেকশনের তিনটি পণ্য চালান জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আজ বিষয়টি জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান। পণ্য ৩টির চালানের আনুমানিক বাজার মূল্য ৫ লাখ টাকা। এ ধরনের অননুমোদিত ওষুধ আমদানি জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, মালয়েশিয়া থেকে আসা আমদানি নিয়ন্ত্রিত ওষুধের পণ্য চালানগুলো ওষুধ প্রশাসনের অনুমতি ছাড়া খালাস নেওয়া হবে- এমন সংবাদ ছিল। এরপর বৃহস্পতিবার শুল্ক গোয়েন্দারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জিপিও সর্টিং সেন্টারে অবস্থান নেন। পরে সন্দেহজনক পণ্য চালানটি শনাক্ত করে স্ক্যানিংয়ের মাধ্যমে নিশ্চিত হয়ে চালানগুলো জব্দ করেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর