২১ সেপ্টেম্বর, ২০১৭ ১৮:০৬

সিলেট থেকে টেকনাফ অভিমুখী রোডমার্চে পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেট থেকে টেকনাফ অভিমুখী রোডমার্চে পুলিশের বাধা

রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে সিলেট থেকে টেকনাফ অভিমুখে ‘হিউম্যানিটি ফর রোহিঙ্গা’ নামক সংগঠনের রোডমার্চ কর্মসূচীতে বাধা প্রদান করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে সিলেটের রশিদপুরে রোডমার্চের গাড়িবহর আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে গাড়িবহর রশিদপুর থেকে ফিরে যায়।
জানা যায়, রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে ‘বিশ্ব জনমত গড়ে তুলতে’ রোডমার্চের ডাক দেয় বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত ‘হিউম্যানিটি ফর রোহিঙ্গা’ নামক সংগঠন।

বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে সিলেট নগরীর হুমায়ুন রশীদ চত্বর থেকে দুই শতাধিক গাড়ির বহর নিয়ে রোডমার্চ শুরু হয়। কয়েক কিলোমিটার যাওয়ার পর রশিদপুরে গাড়িবহর আটকে দেয় পুলিশ। এ সময় ওই সংগঠনের নেতাদের সাথে পুলিশের বাগবিতণ্ডা হয়। কিন্তু পুলিশ সামনে এগোতে না দেওয়ায় রোডমার্চ সেখানেই সমাপ্ত ঘোষণা করেন আয়োজকরা।
এ ব্যাপারে ‘হিউম্যানিটি ফর রোহিঙ্গা’র চেয়ারম্যান মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বলেন, পুলিশের বাধার মুখে আমরা রোডমার্চ করতে পারিনি।
এর আগে, গত বুধবার এক সংবাদ সম্মেলনে শাহীনুর পাশা দাবি করেছিলেন, রোডমার্চ কক্সবাজার পর্যন্ত যাওয়ার অনুমতি দিয়েছে প্রশাসন।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বলেন, অনুমতি না থাকায় রোডমার্চ করতে দেওয়া হয়নি।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর