শিরোনাম
২৩ সেপ্টেম্বর, ২০১৭ ১৫:৩৩

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে রাস্তায় থুতু ফেলে মানববন্ধন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে রাস্তায় থুতু ফেলে মানববন্ধন

রোহিঙ্গাদের ওপর নির্যাতনে প্রতিবাদে নারায়ণগঞ্জের ফতুল্লায় রাস্তায় থুতু ফেলে প্রতিবাদ জানিয়ে স্থানীয় আলেম-ওলামারা মানববন্ধন করেছে। 

শনিবার জালকুড়ি কড়ইতলা এলাকায় ‘জালকুড়ি ৯নং ওয়ার্ডের ওলামাবৃন্দ ও সর্বস্তরের মুসলমান’ ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় ৩৪টি মসজিদের ইমাম-খতিব, স্কুল, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, মিয়ানমারে মানবতা হারিয়ে গেছে। দেশটিতে রোহিঙ্গা মুসলমানদের ধরে ধরে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। এজন্য তারা মিয়ানমারের সঙ্গে সব ধরনের সম্পর্কে ছিন্ন করতে সরকারের প্রতি আহ্বান জানান।

একই সঙ্গে যেসব রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে তাদের নিরাপত্তা, খাদ্য, বাসস্থান, চিকিৎসাসহ মানবিক সাহায্যের বিষয়টিও নিশ্চিত করার জন্য বক্তারা সরকারের কাছে আবেদন জানান।  

বিডি-প্রতিদিন/২৩ সেপ্টেম্বর, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর