২৫ সেপ্টেম্বর, ২০১৭ ২১:০৫

বরিশালে নাশকতা মামলার আসামি বিএনপি নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে নাশকতা মামলার আসামি বিএনপি নেতা কারাগারে

নাশকতার পরিকল্পনা মামলার আসামি বরিশাল সিটি করপোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর বিএনপির সহ-সভাপতি ফিরোজ আহমদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক অমিত কুমার দে কাউন্সিলর ফিরোজকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। 

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী মডেল থানার এসআই মো. কুদ্দুস জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার রাতে নগরীর সাগরদী বাজারে অভিযান চালিয়ে কাউন্সিলর ফিরোজ আহম্মেদকে গ্রেফতার করা হয়। 

তিনি আরও জানান, ২০১৬ সালের ২৪ আগস্ট নগরীর দপদপিয়া ব্রিজ এলাকায় নাশকতার সৃষ্টির জন্য বৈঠক করছিল বিএনপি-জামাত নেতাকর্মীরা। সেখানে অভিযান চালিয়ে মহানগর জামায়াতের রোকন আব্দুল বারেককে আটক করা হয়। পরদিন ২৫ আগস্ট কোতোয়ালী মডেল থানার এসআই মো. শামীম বাদী হয়ে বিএনপি-জামায়াতের ২৫ নেতাকর্মী এবং অজ্ঞাতনামা আরো ৩০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলার আসামি কাউন্সিলর ফিরোজ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এ মামলার অন্যান্য আসামিরা পলাতক রয়েছেন। তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর