শিরোনাম
২৬ সেপ্টেম্বর, ২০১৭ ১৮:০২

রাজশাহীতে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

রাজশাহীর ঐতিহ্যবাহী শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে এবার এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রাজশাহী নগরীর লোকনাথ স্কুলের অষ্টম শ্রেণীর ওই ছাত্রের মৃত্যু হয়। তার নাম রাতুল ইসলাম (১৩)। তার বাবার নাম লাভলু। তিনি নগরীর হোসনিগঞ্জ এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতুল তার কয়েকজন বন্ধুকে নিয়ে শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পাশে এবং উত্তর কমিউনিটি সেন্টারের সামনের ওই পুকুরে গোসল করতে নামেন দুপুর সাড়ে ১২টার দিকে। একপর্যায়ে রাতুলকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে খবর পেয়ে রাজশাহী সদর ফায়ার স্টেশনের ডুবরি দল গিয়ে পানিতে তল্লাশি করে রাতুলকে উদ্ধার করে। এরপর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিডি প্রতিদিন/২৬ সেপ্টেম্বর ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর