১৬ অক্টোবর, ২০১৭ ২০:০৬

গৃহকর পুনর্মূল্যায়নে রিভিউ বোর্ড করবে চসিক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

গৃহকর পুনর্মূল্যায়নে রিভিউ বোর্ড করবে চসিক

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) গৃহকর পুনর্মূল্যায়ন নিয়ে রিভিউ বোর্ড গঠন করবে।

বোর্ডের চেয়ারম্যান হবেন চসিক মেয়র অথবা মেয়রের মনোনিত প্রতিনিধি এবং সদস্য থাকবেন একজন কাউন্সিলর, একজন আইনজীবী ও ওয়ার্ডের একজন গণমান্য ব্যাক্তি।
চসিকের নতুন ধার্য্যকৃত গৃহকর নিয়ে আলোচনা-সমালোচনা এবং আন্দোলন-সংগ্রামের সময়ে চসিক মেয়র ও কাউন্সিলরদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
সোমবার বিকালে নগর ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন।  

সভায় মেয়র বলেন, ‘ধার্য্যকৃত গৃহকর নিয়ে নানাভাবে আলোচনা হচ্ছে। তবে আমরা সরকারি প্রজ্ঞাপনই বাস্তবায়ন করছি। এখানে চসিক নিজস্ব কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করছে না। আমরা আশা করি, রিভিউ বোর্ডে আপিলের মাধ্যমে নির্ধারিত কর নগরবাসীর জন্য একটি উপহার হিসাবে প্রাপ্য হবে।’

সভায় কাউন্সিলরগণ বলেন, ‘ধার্য্যকৃত গৃহকর নিয়ে নগরজুড়ে নানা কর্মসূচি পালিত হচ্ছে। এ নিয়ে করদাতাদের মধ্যেও একটা ক্ষোভ বিরাজ করছে। তাই গণদাবি ও জনস্বার্থ বিবেচনা করে এবং সরকারের নিয়মও বাস্তবায়ন হয়- এমন সিদ্ধান্ত নিলে করদাতারা উপকৃত হবে।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর