১৮ অক্টোবর, ২০১৭ ১৬:০৫

আমান-খোকন-সোহেলসহ বিএনপির ৪ নেতার আগাম জামিন

অনলাইন ডেস্ক

আমান-খোকন-সোহেলসহ বিএনপির ৪ নেতার আগাম জামিন

পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা মামলায় বিএনপির চার নেতাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। 

বুধবার বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ জামিনের আদেশে বলেন, আট সপ্তাহ বা পুলিশ প্রতিবেদনের মধ্যে যেটি আগে হবে, সে সময় তারা জামিনে থাকবেন।

জামিনপ্রাপ্ত ৪ নেতা হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল ও  ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু।

জানা গেছে, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে গত ১০ অক্টোবর রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা করে বিএনপি। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে এ ঘটনায় পল্টন থানায় তিনটি ও মতিঝিল থানায় একটি মামলা হয়। এর মধ্যে পল্টন থানার দু’টি ও মতিঝিল থানার একটি মামলায় হাবিব-উন-নবী খান সোহেল, মতিঝিল থানার মামলায় খায়রুল কবির খোকন ও আমানউল্লাহ আমান এবং পল্টন থানার মামলায় রফিকুল আলম মজনুকে আসামি করা হয়।


বিডি-প্রতিদিন/১৮ অক্টোবর, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর