১৮ অক্টোবর, ২০১৭ ১৬:৫৭

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বুধবার সকাল ৬টা থেকে সিলেট জেলায় পরিবহন ধর্মঘট শুরু হয়। পরে বেলা ১২টার দিকে পুলিশ প্রশাসনের সাথে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করে পরিবহন মালিক-শ্রমিক নেতারা।
মঙ্গলবার সিলেটের দক্ষিণ সুরমার কদমতলি বাসস্ট্যান্ডে একটি হোটেলে যুবলীগের নেতাকর্মীরা হামলা ও ভাঙচুর চালায় এমন অভিযোগে ধর্মঘটের ডাক দিয়েছিল পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়ার সাথে বৈঠকে বসেন পরিবহন মালিক-শ্রমিক নেতারা। বৈঠকে হামলা ও ভাঙচুরের সাথে জড়িতদের গ্রেফতারের আশ্বাস দেন পুলিশ কমিশনার। এর প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়।
পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বলেন, যাত্রীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে পরিবহন নেতাদের সাথে দ্রুত বৈঠক আহবান করা হয়। আলোচনা শেষে তারা ধর্মঘট প্রত্যাহার করেন।
এদিকে, ধর্মঘটে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত চরম বিড়ম্বনা পোহাতে হয় যাত্রীদের। জরুরী প্রয়োজনে বাসস্ট্যান্ডে এসে বাস না পেয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর