২০ অক্টোবর, ২০১৭ ১১:৪৪

বৃষ্টিতে খুলনায় জলাবদ্ধতা, ভোগান্তি

অনলাইন ডেস্ক

বৃষ্টিতে খুলনায় জলাবদ্ধতা, ভোগান্তি

ফাইল ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে খুলনায় হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া বৃষ্টিপাত শুক্রবারও অব্যাহত রয়েছে। এতে নগরীতের জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন নানা শ্রেণি মানুষ।

আজ শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় অফিস যাত্রায় কর্মজীবী মানুষের ভোগান্তিতে পড়তে না হলেও বেশ বেগ পেতে হচ্ছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তি পরীক্ষার শিক্ষার্থীরা। বিভিন্ন প্রান্ত থেকে আসা পরীক্ষার্থীদের কষ্টের কোনো সীমা ছিল না। সবারই প্রায় কাকভেজা অবস্থায় পরীক্ষা হলে বসতে হয়েছে। যদিও বৃষ্টির কথা মাথায় রেখে পরীক্ষা আধাঘণ্টা পর শুরু হয়েছে বলে জানা গেছে।

এদিক, বৃষ্টি উপেক্ষা করে যারা নিত্য প্রয়োজনীয় কাজে বাইরে বেরিয়েছিলেন তারা জানিয়েছেন, রাস্তায় পানি জমে নগরীর বিভিন্ন এলাকার মানুষ জলবন্দি হয়ে পড়েছেন। অনেক সড়কে হাঁটু পানি জমে গেছে। আবার এই পানির সঙ্গে যুক্ত হয়েছে ড্রেনের ময়লা-আবর্জনা। 

বিডি-প্রতিদিন/২০ অক্টোবর, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর