২০ অক্টোবর, ২০১৭ ২০:১৭

চট্টগ্রামে চড়া দামে স্থির সবজির বাজার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে চড়া দামে স্থির সবজির বাজার

চট্টগ্রামে বর্ধিত মূল্যেই স্থির রয়েছে সবজির বাজার। প্রায় প্রতিটি সবজিরই দাম ৬০ থেকে ৮০ টাকার ওপরে। গত প্রায় এক মাস ধরেই বিকিকিনি চলছে এই বর্ধিত মূল্যে। ফলে নিম্ন মধ্যবিত্ত এবং সাধারণ মানুষের অবস্থা এখন ওষ্ঠাগত। তবে সহসাই সবজির দাম কমারও কোনো সম্ভাবনা নেই বলে জানালেন সবজি ক্রেতারা।

শুক্রবার চট্টগ্রামের প্রধান কাঁচাবাজার বক্সির হাট, রেয়াজুদ্দিন বাজার, কাজীর দেউড়ি বাজার, কর্ণফুলী বাজার ও চকবাজারে খোঁজ নিয়ে সবজির দামের এ চিত্র দেখা যায়।

বাজারে প্রতিকেজি বরবটি বিক্রি হয় ৬০-৭০ টাকা, কাকরোল ৭০, তিত করলা ৬০, ঢেঁড়শ ৬৫, মুলা ৫০-৫৫ টাকা, লাউ ৪০-৫০ টাকা, টমেটো ৮০ টাকা, বেগুন ৬০-৭০ টাকা, পটল ৫০ টাকা, শসা ৪০-৫০, আলু ২০ টাকা, কাঁচা মরিচ ১৮০-২০০ টাকা, ঝিঙে ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, ধনে পাতা ২০০ টাকা, ফুলকপি ২০০ টাকা, শিম ১৪০।

দেওয়ান বাজারের সবজি ক্রেতা হামিদ হোসাইন আজাদ বলেন, 'বাজারে কখন কোন সবজির চাহিদা বেশি, কখন কোন সবজির সরবরাহ কম থাকবে, বন্যা-খরা এবং প্রাকৃতিক দুর্যোগকে কেন্দ্র করে সবজি মজুদ করা- এসব বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই। ফলে ভোগান্তির চরম যাঁতাকালে আমাদেরকেই পড়তে হয়।'                  

বক্সিরহাট কাঁচা বাজারের সবজি বিক্রেতা মিজান বলেন, 'প্রতিনিয়ত সবজির চাহিদা বাড়লেও সে পরিমাণে সরবরাহ কম। তাই বাজারে এখন সবজির দাম ঊর্ধমুখী। গত প্রায় এক মাস ধরে এমন অবস্থা চলে আসছে।'

তিনি বলেন, 'দাম বাড়ার কারণ হলো চট্টগ্রাম জেলায় সবজি চাষ তুলনামূলক কম হয়। অনেক সবজিই উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসে। কিন্তু ইদানিং যাতায়াত খরচ বৃদ্ধিসহ নানা কারণে সেখান থেকে সবজি কম আছে। তাই দামও বাড়ছে।'

এদিকে, শুক্রবার বাজারে মাছের দাম আগের মত স্থিতিশীল আছে। প্রতিকেজি কাতলা মাছ বিক্রি হচ্ছে ৩৫০, তেলাপিয়া মাছ ১২০ টাকা, রূপচাঁদা ৬০০, বড় কোরাল ৭০০, চিংড়ি মাছ (বড় ও মাঝারি) ৪০০ থেকে ১২০০, মলা মাছ ১৮০, লইট্টা ১১০, বাটা মাছ ৪০০, কই ৪০০ টাকা, কেঁচকি মাছ ২০০ টাকা।

বিডি প্রতিদিন/২০ অক্টোবর ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর