২১ অক্টোবর, ২০১৭ ১৩:১৮

রাজশাহীতে বৃষ্টিপাত ছাড়িয়েছে ১০০ মিলিমিটার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে বৃষ্টিপাত ছাড়িয়েছে ১০০ মিলিমিটার

উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে শুক্রবার থেকে টানা বর্ষণে দুর্বিসহ হয়ে উঠেছে রাজশাহীর জনজীবন। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ৯১ দশমিক ৯ মিলিমিটার ও ৬টার পর থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত ৩০ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। 

রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজশাহীতে ৯১ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শনিবার সকাল ছয়টা থেকে ১০টা পর্যন্ত হয়েছে আরও ৩০ দশমিক ২ মিলিমিটার। শনিবার সারাদিন আবহাওয়া প্রায় একই থাকবে। সন্ধ্যার পর থেকে বৃষ্টিপাত কমতে শুরু করবে এবং আগামীকাল রবিবার পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলেও তিনি জানান।

বিডি-প্রতিদিন/২১ অক্টোবর, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর