২১ অক্টোবর, ২০১৭ ২১:০১

চট্টগ্রামে চালু হয়েছে 'নারী উদ্যোক্ত সহায়তা কেন্দ্র'

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে চালু হয়েছে 'নারী উদ্যোক্ত সহায়তা কেন্দ্র'

চট্টগ্রাম কাস্টম হাউসে উদ্ধোধন করা হয়েছে ‘নারী উদ্যোক্তা সহায়তা কেন্দ্রে’। মুলত নারী উদ্যোক্তাদের সহায়তা দিতে এ কেন্দ্রের উদ্ধোধন করা হয়। শনিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো.নজিবুর রহমান এ কেন্দ্রের উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে নজিবুর রহমান বলেন, "নারী উদ্যোক্তাদের কার্যক্রমকে আরও বেশি জোরদার করতে এ কেন্দ্র সার্বক্ষণিক চালু থাকবে।চট্টগ্রামের চারটি কর অঞ্চলে নারী আয়কর মেলার উদ্যোগ নেয়া হয়েছে । এ মেলার অভিজ্ঞতা থেকে পর্যাক্রমে সারা দেশে নারীদের জন্য আলাদা আয়কর মেলার উদ্যোগ নেওয়া হবে।"

কাস্টমস হাউজ সপ্তাহের সাতদিন ২৪ ঘন্টা খোলা রাখায় আমদানি-রফতানি কার্যক্রম বৃদ্ধি পেয়েছে দাবি করে তিনি বলেন, কর্মকর্তারাও নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করছেন। ২৪ ঘন্টা কাস্টমস ও বন্দরের কার্যক্রম খোলা রাখার সুফল পেতে সকলকে দায়িত্বশীল হতে হবে।

অনুষ্টানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কাস্টমসের কমিশনার এ এফ এম আবদুল্লাহ খান, বন্ড কমিশনারেটের কমিশনার মুবিনুল কবির, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল-এর মহাপরিচালক বেলাল উদ্দিনসহ চট্টগ্রাম মহিলা চেম্বার ও বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর