২২ অক্টোবর, ২০১৭ ১১:২৬

বৃষ্টিতে বেড়েছে কাঁচামরিচের 'ঝাল'

অনলাইন ডেস্ক

বৃষ্টিতে বেড়েছে কাঁচামরিচের 'ঝাল'

ফাইল ছবি

দুই দিনের টানা বৃষ্টিতে স্থবির হয়ে গিয়েছিল রাজধানীবাসীর জনজীবন। এর প্রভাব পড়েছে সবজি বাজারেও। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। দাম কমার দুই সপ্তাহ না পেরুতেই আবারও বৃদ্ধি পেয়েছে কাঁচামরিচের বাজার দর। একদিনের ব্যবধানে একলাফে ৮০ টাকা মূল্য বৃদ্ধি পেয়ে কেজিপ্রতি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২১০ টাকায়। আর এর কারণ হিসেবে বৈরী আবহাওয়াকেই দায়ী করছেন ব্যবসায়ীরা।

রাজধানীর কারওয়ানবাজার, পূর্ব রাজাবাজারসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে জানা গেছে, পাইকারি বাজারের তথ্য অনুযায়ী প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৮০-১৯০ টাকায়, যা গতকালও বিক্রি হয়েছিল ১১০-১৩০ টাকায়।

অন্যদিকে সবজির খুচরা বাজারের সর্বশেষ তথ্যানুযায়ী, একদিনের ব্যবধানে ৮০ টাকা বৃদ্ধি পেয়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২১০ টাকায়। এছাড়া ৩০ টাকা বৃদ্ধি পেয়ে প্রতিকেজি বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকায়, ১০ টাকা বৃদ্ধি পেয়ে ঢেঁড়শ বিক্রি হচ্ছে ৭০ টাকায়, ৪০ টাকা মূল্যবৃদ্ধি হয়ে প্রতিকেজি গাজর বিক্রি হচ্ছে ১০০ টাকায় ও ১০ টাকা বেড়ে প্রতিকেজি কাঁকরোল বিক্রি হচ্ছে ৭০ টাকায়।

এ ব্যাপারে খুচরা ও পাইকারি সবজি ব্যবসায়ীরা বলেন, টানা বর্ষণের ফলে পানিতে অনেক গুদামেরই সবজি নষ্ট হয়ে গেছে। এছাড়া কৃষকরা বৃষ্টির কারণে ক্ষেত থেকে সবজি তুলতে পারছেন না। আর যারা কিছু তুলতে পারছেন সেগুলো আবার বৈরী আবহাওয়ার কারণে রাজধানীতে আনা যাচ্ছে না। তাই সব মিলিয়ে কাঁচা বাজারে নিত্যপ্রয়োজনীয় সবজির দাম বৃদ্ধি পেয়েছে।

এ বৈরিতা কয়েকদিন অব্যাহত থাকলে সব সবজির মূল্য আরও বৃদ্ধির আশঙ্কার কথা বলেছেন বিক্রেতারা।

বিডি-প্রতিদিন/ ২২ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর