২২ অক্টোবর, ২০১৭ ১৭:৩৩

চট্টগ্রামে ছিনতাই চক্রের সর্দার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ছিনতাই চক্রের সর্দার গ্রেফতার

প্রতীকী ছবি

চট্টগ্রামের দুর্ধর্ষ ছিনতাই চক্র 'হামকা গ্রুপ'-এর প্রধান গোলাম সরওয়ার মিলনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। রবিবার নগরীর ডবলমুরিয় থানাধীন পলোগ্রাউন্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মহিউদ্দিন সেলিম বলেন, মিলনের নেতৃত্বে হামকা গ্রুপ সাইলেন্ট কিলিং করে পুরো নগরীকে আতঙ্কের নগরীতে পরিণত করেছিল। তার বিরুদ্ধে খুন, ছিনতাই, নারী নির্যাতনসহ ১৯টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ২০০৬ সালে মিলনসহ কয়েকজন ছিনতাইকারী মিলে 'হামকা গ্রুপ' গঠন করে। এরপর থেকে নগরবাসীর আতঙ্কে পরিণত হয় এ ছিনতাই চক্র। এ গ্রুপের হাতে চট্টগ্রামের মেধাবী ছাত্র শাওন, বিআরটিএ কর্মকর্তা প্রীতি রঞ্জন চাকমা, আইনজীবী দ্বীন মোহাম্মদসহ প্রায় ১১ জন সাইলেন্ট কিলিংয়ের শিকার হন। প্রথম দিকে নান্টু হামকা গ্রুপের নেতৃত্বে ছিল।  ২০১১ সালে নান্টুকে গ্রেফতারের পর মিলন নেতৃত্বে আসে। এরপর থেকে এ গ্রুপের নেতৃত্ব দিয়ে আসছিল মিলন।

বিডি প্রতিদিন/২২ অক্টোবর ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর