২৩ অক্টোবর, ২০১৭ ১৮:৫৫

চট্টগ্রামে সলিমপুরের ত্রাস মশিউর র‌্যাবের হাতে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে সলিমপুরের ত্রাস মশিউর র‌্যাবের হাতে গ্রেফতার

চট্টগ্রাম জেলার সীতাকুন্ড জঙ্গল সলিমপুর এলাকায় ত্রাস মশিউর বাহিনীর প্রধান কাজী মশিউর রহমানকে (৫৫)  গ্রেফতার করেছে র‌্যাব-৭।

এ সময় মশিউরের সহযোগী সাতকানিয়া মৌলভীপাড়া এলাকার মো. শফিকের ছেলে রফিককেও (২৫) গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১টি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল, ১০টি ওয়ান শ্যুটারগান, ৫টি এসবিবিএল, ১টি পিস্তলের ম্যাগাজিন, ২২ রাউন্ড গুলি-কার্তুজ এবং ৪ রাউন্ড খালি খোসা।

সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয় বলে জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান।

তিনি বলেন, কয়েক বছরে দেশের নানা প্রান্তের সন্ত্রাসীদের অভয়াশ্রম হিসেবে জঙ্গল সলিমপুরে বিশাল সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছিল খুলনার ফুলতলা পাইগ্রামের কাজী হাসান আলীর ছেলে মশিউর। মশিউরের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় খুন, ধর্ষণ, হানাহানি, অপহরণ ও জবর দখলসহ বিভিন্ন অপরাধের ৩০টির বেশি মামলা রয়েছে। তিনি বলেন, গ্রেফতারকৃত রফিকের বিরুদ্ধেও আটটির বেশি মামলা রয়েছে।। তবে গ্রেফতারকৃত দুই আসামি এবং উদ্ধার করা অস্ত্র সংক্রান্ত আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর