১৬ নভেম্বর, ২০১৭ ১৯:৪৮

চট্টগ্রামে তিনদিন ব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে তিনদিন ব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু

চট্টগ্রাম মহানগরীর পেনিনসুলা হোটেলে শুরু হয়েছে তিন দিনব্যাপী নবম আন্তর্জাতিক পর্যটন মেলা। 

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন মেলার উদ্বোধন করেন। দ্য বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইইউ ড. মুহাম্মদ নাসির উদ্দিন, এডিশনাল ডিআইজি (ট্যুরিজম) মুহাম্মদ মুসলিম উদ্দিন, চট্টগ্রাম চেম্বারের পরিচালক অঞ্জন শেখর দাশ। পর্যটন বিষয়ক ম্যাগাজিন দ্যা বাংলাদেশ মনিটর এ মেলার আয়োজন করেছে। মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

আ জ ম নাছির উদ্দিন বলেন, চট্টগ্রামে দেশি-বিদেশি পর্যটক আকর্ষণে অবাধ বিচরণের ক্ষেত্র তৈরি করতে হবে। আমাদের দেশ, চট্টগ্রাম অঞ্চল সৌন্দর্যের লীলাভূমি। বাস্তবধর্মী পরিকল্পনার অভাবে পর্যটন খাতে কাঙ্খিত ফল আসেনি। এ খাতে সরকারি সহযোগিতায় বেসরকারি বিনিয়োগ দরকার। দেশি-বিদেশি পর্যটকদের মধ্যে অনেক আশঙ্কা কাজ করে। এসব দূর করতে হবে।

বিডিপ্রতিদিন/ ১৬ নভেম্বর, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর