১৬ নভেম্বর, ২০১৭ ২৩:২০

নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে সুতা আমদানি, গ্রেফতার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে সুতা আমদানি, গ্রেফতার ২

প্রতীকী ছবি

শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে অবৈধভাবে সুতা আমদানি করে বিক্রি করার অপরাধে নারায়ণগঞ্জ শহরের থানা পুকুরপাড় এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পুলিশ এ দুইজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। 

এর আগে বুধবার রাতে শহরের থানা পুকুরপাড় এলাকায় হারুন কমপ্লেক্সের তৃতীয় তলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জহিরুল ইসলাম (২৫) ও তুহিন সরকার (৪২)। এসময় ১১৩ কার্টন সুতা জব্দ করা হয়।

সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পিন্টু সরকার জানান, থানা পুকুরপাড় এলাকায় দীর্ঘদিন ধরে জহিরুল ইসলাম ও তুহিন সরকারের শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে অবৈধভাবে সুতা আমদানি করে বিক্রি করে আসছে। এভাবে সরকারের শুল্ক ফাঁকি দিয়ে তারা রাতারাতি কোটিপতি হচ্ছে। বুধবার রাতে থানা পুকুরপাড় হারুন কমপ্লেক্সের তৃতীয় তলায় মজুদ রেখে বিক্রি করার সময় তাদের গ্রেফতার করা হয়।

বিডি প্রতিদিন/১৬ নভেম্বর ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর