২০ নভেম্বর, ২০১৭ ১৭:২৯

'আমাদের দেশে আইনস্টাইন হবে না?'

অনলাইন ডেস্ক

'আমাদের দেশে আইনস্টাইন হবে না?'

ফাইল ছবি

প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, আমরা চাই চিন্তার বিকাশ। এজন্য গবেষণার বিকল্প নেই।গবেষণায় দীর্ঘ মেয়াদী ভিশন থাকতে হবে। তিনি প্রশ্ন রাখেন, আমাদের দেশে কেন আইনস্টাইন হবে না? অবশ্যই আমাদের নতুন প্রজন্ম সে মেধা রাখে। রাজধানীর আব্দুল গনি রোডের বিদ্যুৎ ভবনে বাংলাদেশ অ্যানার্জি অ্যান্ড পাওয়ার রিসার্স কাউন্সিলের (ইপিআরসি) সেমিনারে আজ তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদের মতো এতো বিশাল সম্ভাবনাময় জনগোষ্ঠী আর এতো চমৎকার ইকো সিস্টেম খুব কম দেশেরই রয়েছে। আমরা গবেষণা করে কৃষিতে অনেক মঙ্গল এনেছি। বিদ্যুতেও একইভাবে সফলতা অর্জন করতে পারব। এজন্য সবার মধ্যে শেয়ারিং বাড়াতে হবে।

ইপিআরসি’র চেয়ারম্যান শাহীন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমেদ কায়কাউস। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. আরশাদ মনসুর। বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন কোম্পানি ও সংস্থার কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সেমিনারে অংশ নেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর