২১ নভেম্বর, ২০১৭ ১৬:৫৫

চট্টগ্রামে বাসে আগুন দিল উত্তেজিত জনতা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে বাসে আগুন দিল উত্তেজিত জনতা

ফাইল ছবি

চট্টগ্রাম নগরীতে বাসের ধাক্কায় সাইকেল আরোহী মো. সেলিমের (৩৫) ডান পা ভেঙে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাসে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। আজ নগরীর ২ নম্বর গেইট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতাল (চমেক) ফাঁড়ির এএসআই আবদুল হামিদ।

তিনি বলেন, নগরীর দুই নম্বর গেট এলাকায় একটি সাইকেলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন সাইকেল আরোহী এক যুবক। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে চমেক হাসপাতালে নিয়ে আসেন। ওই যুবকের ডান পা ভেঙে গেছে। হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে। তিনি বলেন, এ ঘটনার জের ধরেই উত্তেজিত জনতা বাসে (চট্টমেট্রো জ-১১-৩০২) আগুন দিয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন বলেন, বাসের ধাক্কায় এক যুবক আহতের ঘটনায় উত্তেজিত জনতা বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়। পরে বায়েজিদ ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসটিতে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর