২২ নভেম্বর, ২০১৭ ১২:৪৯

গাজীপুরে শিশু হত্যায় একজনের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক

গাজীপুরে শিশু হত্যায় একজনের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন

গাজীপুরের শ্রীপুরে নাজনীন নামের ৭ বছরের এক শিশুকে হত্যার দায়ে মো. রিপন মিয়া (৩৩) একজনকে মৃত্যুদণ্ড এবং আরও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক আসামিদের উপস্থিতিে এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত মো. রিপন মিয়া শ্রীপুর উপজেলার চকপাড়া এলাকার হাসমত আলীর ছেলে। এছাড়া যাবজ্জীবনপ্রাপ্ত অপর দুই আসামিরা হলেন বগুড়া সদর উপজেলার ভাটকান্দি গ্রামের মো. রহিমের ছেলে রবিউল ইসলাম (২০) ও শেরপুরের ঝিনাইগাতী থানার দিঘিরপাড় এলাকার মো. মোস্তফার ছেলে মো. মোজাফ্ফর (১৯)। তাদেরকে পাঁচ হাজার জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

জানা যায়, মায়ের দ্বিতীয় বিয়ের পর নাজনীন শ্রীপুরের চকপাড়ায় নানা হাসমত আলীর বাড়িতে থাকত। এরপর ২০১৫ সালের ৩০ অক্টোবর হাসমত আলীর সঙ্গে জমির বিরোধের জের ধরে ওই শিশুটিকে হত্যা করা হয়। পরদিন তার মা মোসাম্মৎ আসমা বেগম শ্রীপুর থানায় মামলা করেন।

বিডি-প্রতিদিন/২২ নভেম্বর, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর