২৩ নভেম্বর, ২০১৭ ১৬:১১

বিএনপির ভবিষ্যৎ ভালো না : ওবায়দুল কাদের

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিএনপির ভবিষ্যৎ ভালো না : ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ভবিষ্যৎ ভালো না। জ্বালাও-পোড়াও করে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে। আবারও যদি ৫ জানুয়ারির মতো জ্বালাও-পোড়াও করতে চায় তারা তাহলে জনগণ থেকে একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়বে। এখন সিদ্ধান্ত তাদের কাছে, তারা কি করতে চায় বা কি করবে। জনগণের কথা বুঝে সংবিধান অনুযায়ী তাদের নির্বাচনে আসতে হবে।

বৃহস্পতিবার  দুপুরে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ত্রিবোনী মিনারবাড়ি এলাকায় শামসুজ্জোহা মুসাপুর বন্দর (এমবি) ইউনিয়ন উচ্চ বিদ্যালয় উদ্বোধনের পর এক মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, দেশের মানুষ এখন আর আগুন সন্ত্রাস, অরাজকতা চায় না। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে, অস্ত্র নিয়ে কথা বলে, জ্বালাও-পোড়াও করে তারা মানুষের উন্নয়ন চায় না, ভালো চায় না।

সভায় আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা বাবলী, আওয়ামী লীগ নেতা চন্দন শীল, আনোয়ার হোসেন, আব্দুল হাই, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, যুবলীগ নেতা শাহ নিজাম, জাকিরুল আলম হেলাল, শাহাদাত হোসেন সাজনু, ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, স্বেচ্ছাসেবকলীগ নেতা জুয়েল হোসেন, নাজমুল আলম সজল জাতীয় পার্টি নেতা আকরাম আলী শাহীন, আবু জাহের প্রমুখ।

বিডি প্রতিদিন/২৩ নভেম্বর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর