২৩ নভেম্বর, ২০১৭ ২০:২৩

বাসভবনে শ্রম আদালত, আইনজীবীদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

বাসভবনে শ্রম আদালত, আইনজীবীদের প্রতিবাদ

চট্টগ্রাম বিভাগীয় শ্রম আদালত চেয়ারম্যানের বাসভবনে স্থানান্তরের প্রতিবাদে নগরীতে মানববন্ধন, সংবাদ সম্মেলন এবং আগামী রবিবার থেকে গণস্বাক্ষর সংগ্রহের কর্মসূচি ঘোষণা করেছেন আইনজীবীরা। বিভাগীয় শ্রম আদালত সরিয়ে চট্টগ্রাম আদালত ভবনে নেওয়ার আইনজীবীরা এ কর্মসূচি ঘোষণা করেন।

আজ বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি নামে একটি সংগঠন এই কর্মসূচি পালন করছে। এতে লিখিত বক্তব্যে সংগঠনটির সভাপতি স্বপন কৃঞ্চ বিশ্বাস বলেন, নগরীর কাতালগঞ্জ এলাকায় গণপূর্ত বিভাগের একটি পরিত্যক্ত বাড়িতে শ্রম আদালতের কার্যক্রম পরিচালিত হয়। সম্প্রতি সেখানে গণপূর্ত বিভাগ ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, চেয়ারম্যানের বাসভবনে কখনোই আদালতের কার্যক্রম চলতে পারে না। চট্টগ্রাম আদালত ভবনে অনেক এজলাস খালি আছে। সেখানে শ্রম আদালত স্থাপন করতে হবে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর