২৪ নভেম্বর, ২০১৭ ১৭:৪১

'গণহত্যা বন্ধ না করে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর মানে নরকে ঠেলে দেওয়া'

অনলাইন ডেস্ক

'গণহত্যা বন্ধ না করে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর মানে নরকে ঠেলে দেওয়া'

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মিয়ানমারের সেনাবাহিনী এখনও নির্যাতন চালিয়ে যাচ্ছে। অত্যাচার করছে। প্রতিদিনই মিয়ানমার থেকে বহু লোক বাংলাদেশে আসছে। এই অত্যাচার-নির্যাতন-গণহত্যা বন্ধ না করে আবার সেখানে তাদেরকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করার মানে হলো তাদের আরেকটি নরকের মধ্যে তাদের ঠেলে দেওয়া।
শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ভাই আহমেদ কামালের জানাজায় যাওয়ার আগে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপির মহাসচিব বলেন, ওই চুক্তির মূল বিষয়গুলো আমরা জানি না। এগুলো জনসম্মুখে আনা হয়নি। এই চুক্তির ফলে রোহিঙ্গারা কতটুকু আস্থা ফিরে পাবেন যে তারা সেই জায়গায় আবার ফিরে যাবেন? সে জায়গায় তাদের নিরাপত্তা থাকবে কিনা, আবার তারা সেই গণহত্যার শিকার হবে কিনা- এ বিষয়গুলো এখন পর্যন্ত আমরা কিছুই জানি না।
এ সময় বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ও চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন। 

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর