১১ ডিসেম্বর, ২০১৭ ১৫:৪৬

পটিয়ায় ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম


পটিয়ায় ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার খরনা রেললাইনের পাশ থেকে আবদুল আলিম (৪০) নামের এক মদ ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পিঠে তিনটি গুলির চিহ্ন রয়েছে। 

আবদুল আলিম দক্ষিণ খরনার ৬ নম্বর ওয়ার্ডের খলিল সওদাগর বাড়ির কবির আহমেদের ছেলে। 

এ ঘটনায় জড়িত সন্দেহে চন্দনাইশের ধোপাছড়ির মাতা তঞ্চ্যঙ্গা নামরে একজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকালেই মরদেহ উদ্ধার করা হয় বলে জানান পটিয়া থানার এসঅঅই বাসু দেবনাথ।

তিনি বলেন, চট্টগ্রাম-দোহাজারি রেললাইনের পাশের একটি মেঠোপথে মরদেহের পাশে খড় দিয়ে চাপা দেওয়া পাঁচটি বড় কনটেইনারে দেশি মদ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে নদীর ধারে কিংবা পাহাড়ের খাদে দুইপক্ষের মধ্যে গুলি বিনিময় হয়েছে। এরপর পালিয়ে আসার পথে আবদুল আলিম গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তবে এ ব্যাপারে জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সঠিক তথ্য বের হয়ে আসবে। 

তিনি বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রয়েছে।

বিডি-প্রতিদিন/১১ ডিসেম্বর, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর