১২ ডিসেম্বর, ২০১৭ ১১:৩০

নিবিড় পর্যবেক্ষণে ফেরদৌসী প্রিয়ভাষিণী

অনলাইন ডেস্ক

নিবিড় পর্যবেক্ষণে ফেরদৌসী প্রিয়ভাষিণী

ফাইল ছবি

মুক্তিযোদ্ধা-ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের চিকিৎসক অধ্যাপক নকুল দত্তের অধীনে তার চিকিৎসা চলছে।

ফেরদৌসী প্রিয়ভাষিণীর ছেলে কারু তিতাস জানান, গত রবিবার রাতে পায়ের গোড়ালিতে একটি অস্ত্রোপচার হয়। এখন তিনি হাসপাতালটির সিসিইউতে চিকিৎকদের পর্যবেক্ষণে রয়েছেন।

ফেরদৌসী প্রিয়ভাষিণী ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। গত নভেম্বর মাসে বাথরুমে পড়ে তার গোড়ালির হাড় স্থানচ্যুত হয়। এছাড়াও তিনি দীর্ঘদিন থেকে উচ্চ রক্তচাপে ভুগছেন।

বিডি প্রতিদিন/১২ ডিসেম্বর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর